Top 5 Best laptop keyboard price in bd – Best Review

হয়তো কোন কারনে আপনার ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে গেছে এইজন্যই আপনি ল্যাপটপের ভালো কিবোর্ড খুঁজতেছেন। কারণ আমরা সাধারনত ল্যাপটপের কিবোর্ড পরিবর্তন করি না, যতক্ষণ না পর্যন্ত ল্যাপটপের কিবোর্ড অকেজো হয়ে পড়ে। তাই আপনি সমস্যায় পড়ে গুগল থেকে laptop keyboard price in bd লিখে আমাদেরকে খুঁজে পেয়েছেন।

তাই আপনার জন্য বাজারের সেরা ল্যাপটপ কীবোর্ড পর্যালোচনা করে, আপনার চাহিদা রিসার্চকে সহজ করে দিলাম। আশাকরি সম্পূর্ণ পোস্টটি পড়ুন এন্ড আপনার কাঙ্খিত ল্যাপটপ কীবোর্ড খুঁজে পাবেন।

আমাদের ব্লগ পোস্টের মধ্যে দুই ধরনের ল্যাপটপ কীবোর্ড নিয়ে আলোচনা করব. সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে কোন ক্ষেত্রে কোন ল্যাপটপ কীবোর্ড আপনার জন্য ব্যবহার উচিত। তারপর সিদ্ধান্ত নেবেন কোন কিবোর্ড ব্যবহার করলে অল্প দামের মধ্যে ভালো সার্ভিস পাবেন।

ল্যাপটপ কীবোর্ড:

ল্যাপটপ কীবোর্ড মূলত ল্যাপটপ সাথেই যে কিবোর্ড গোলা সংযুক্ত থাকে সেগুলো কি মূলত ল্যাপটপ কীবোর্ড বলে. আর এই ল্যাপটপ কীবোর্ড অনেক সময় ভাগ্যক্রমে নষ্ট হতেই পারে। তাই সেটাকে পরিবর্তন করার জন্য আমরা বাজারে দুই ধরনের কিবোর্ড দেখতে পাই.

“এক ধরনের কিবোর্ড ল্যাপটপের সাথে যে কিবোর্ডটা সেটা রিপ্লেস করে Same কিবোর্ড ব্যবহার করা যায়”। “আবার আপনি চাইলে ল্যাপটপের কিবোর্ড কে ডিসকানেক্ট করে দিয়ে, এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করতে পারেন”.

এক্সটার্নাল কিবোর্ড:

ল্যাপটপের ডিফল্ট কিবোর্ড নষ্ট হয়ে গেলে সেগুলো বাজারে পরিবর্তন করার জন্য পাওয়া যায়। তবে সেটা খুবই ব্যয়বহুল। সাধারণত 1000 থেকে 2000 এর মধ্যে খরচ পড়ে যায়। আপনি যদি এত টাকা খরচ না করতে চান তাহলে 100 থেকে 500 টাকার ভিতরে এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করে ল্যাপটপের কিবোর্ড এর যত সুবিধা খুব সহজেই পাবেন।

তাই আপনি সিদ্ধান্ত নেন, আপনার ল্যাপটপের ডিফল্ট কিবোর্ড নষ্ট হয়ে গেছে ওটি পরিবর্তন করবেন নাকি এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করবেন।

আপনি যদি এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করেন সেক্ষেত্রে 100 থেকে 500 টাকার মধ্যে সমাধান করতে পারবেন। আর যদি ডিফল্ট কিবোর্ড পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে ব্যয়বহুল। আপনাদের নিজস্ব এলাকায় যে কোনো কম্পিউটার দোকানে গেলেই তারা করে দিবে। এবং আপনি চাইলে অনলাইনে অর্ডার করে নিজে পরিবর্তন করতে পারবেন।

Youtube থেকে যে কোন একটা ভিডিও দেখে যদি আপনি টেকনিক্যাল বিষয় ধারণা রাখেন তাহলে নিজে কাজ তা করতে পারবেন।

Best ল্যাপটপ কীবোর্ড

কীবোর্ড সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় কীবোর্ড কি? আর এটির কাজই বা কি? বলা যায়, কম্পিউটারে আমরা যাকিছু করি এর জন্য ইনপুট দেওয়ার প্রয়োজন হয় এবং কীবোর্ড হলো একটি গুরুত্পূর্ণ ইনপুট ডিভাইস (Input Device)।

কীবোর্ড সাধারণত কম্পিউটার এবং ল্যাপটপে ব্যবহার করা হয়ে থাকে। এটির মধ্যে সমস্ত alphabet, numeric, বিভিন্ন রকমের চিহ্ন, Special ক্যারেক্টার , বিভিন্ন রকমের Symbol থাকে, ওই গুলি ব্যবহার করে কম্পিউটার/ ল্যাপটপে ইনপুট দেওয়া সম্ভব।

বাজারে এখন পর্যন্ত ৩ ধরনের কীবোর্ড পাওয়া যায়। যেমন:

মেমব্রেন কীবোর্ড:

মেমব্রেন কীবোর্ডের সুইচগুলির নিচে একটি পাতলা প্লাস্টিকের sheet থাকে। ওই প্লাস্টিকের sheet-এর নিচে ইলেকট্রনিক্স সার্কিট থাকে। যখন ওই সুইচ গুলিকে চাপ দেওয়া হয়, তখন সুইচের নিচে থাকা ইলেকট্রনিক্স সার্কিটে স্পর্শ হয়, এই প্রক্রিয়ায় কম্পিউটারকে ইনপুট দেওয়া হয় মেমব্রেন কীবোর্ডের সাহায্যে।

এটি ব্যবহারের সুবিধা হলো- এটি সস্তা। আবার অসুবিধাও আছে যেমন: বেশি দিন স্থায়ী হয় না। তারপরও সাধারণত এই কীবোর্ড আমাদের অফিস-আদালত, স্কুল-কলেজ সব জায়গাতেই ব্যবহার করা হয়ে থাকে।

মেকানিকাল কীবোর্ড:

এই ধরনের কীবোর্ডের প্রতিটি সুইচের নিচে আলাদা আলাদা মেকানিকাল সুইচ (switch) থাকে। ওই মেকানিকাল সুইচগুলি সম্পূর্ণভাবে মেকানিকাল অংশ দারা বানানো থাকে। এটি ব্যবহারের সুবিধা হলো- এর স্থায়িত্বকাল মেমব্রেন কীবোর্ডের তুলনায় বেশি। কিন্তু সমস্যা হলো এর দামও বেশি।

লেজার কীবোর্ড:

এই ধরনের কীবোর্ড লেজারের মাধ্যমে চলে। এই কীবোর্ডের ডিভাইসটি অন করলেই স্ক্রিনে একটি লেজার লাইট এসে পড়ে। ঐ লাইট যেখানে পড়বে কীবোর্ডের কীগুলোর ছবি দেখা যাবে আর ঐ ছবির উপর স্পর্শ করলেও টাইপ করতে পারবেন।

এর একটি সুবিধা হলো এই ধরনের কীবোর্ড পোর্টেবল, যার কারণে এটি সহজেই এখানে ওখানে নিযে যাওয়া যায়। তবে এর অসুবিধা হলো এ ধরনের কীবোর্ডে টাইপ করার অভিজ্ঞতা মোটেও ভালো নয়। এটিতে টাইপ করতে সমতল জায়গার প্রয়োজন।

আমরা জানলাম যে, Layout এর ভিত্তিতে কীওয়ার্ড কে তিন ভাগে ভাগ করা যায়। তবে ব্যাবহারের ভিত্তিতে কীবোর্ডকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো –

১. Laptop Keyboard

২. Gaming Keyboard

৩. Ergonomic Keyboard

৪. Laser Keyboard এবং

৫. Rollup Keyboard

Top 5 laptop keyboard price in bd List


1. 14 inch Keyboard for Laptop & Notebook
2. 15 inch Keyboard for Laptop & Notebook
3. mechanical keyboard price in bd
4. wireless keyboard price in bd
5. Gaming keyboard price in bd

ল্যাপটপ কীবোর্ড ব্যাবহার এর গুরুত্বপূর্ণতা

বর্তমানে ডেক্সটপ কম্পিউটারের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে। কারণ এটি সহজে বহন যোগ্য নয়। তাই ল্যাপটপ সহজে বহন করা যায় বলে এটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। তবে এর একটি বড় সমস্যা হলো-এর কীবোর্ড বা টাচপ্যাড নষ্ট হওয়া। এটি ব্যবহারে একটু সতর্ক থাকলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।

আর এর জন্য দরকার কিছু কৌশল জানা। কৌশলগুলো অবলম্বন করলে আপনার ল্যাপটপের কীবোর্ড ও টাচপ্যাড দীর্ঘদিন সচল থাকবে। এখন জেনে নেওয়া যাক কৌশলগুলো কি কি?

১. কীবোর্ডটিকে ধুলো-বাঁলির হাত থেকে রক্ষা করতে কীবোর্ড স্ক্রিনপেপার ব্যবহার করা;

২. কীবোর্ড যতটা সম্ভব আস্তে চাপা;

৩. ল্যাপটপ ব্যবহারের সময় পানি, চা, কফির গ্লাস,মগ খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। হঠাৎ করে তরল পদার্থ পড়ে গিয়ে টাচপ্যাড কিংবা কিবোর্ডের ক্ষতি হতে পারে;

৪. আলাদাভাবে ইউএসবি মাউস ব্যবহার করতে চেষ্টা করা উচিত। এতে করে টাচপ্যাডের উপর চাপ কম পড়বে;

৫. কিবোর্ডর ফাঁকে ফাঁকে ময়লা জমলে নরম কাপড় বা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। শক্ত কোন ধাতব বস্তু দিয়ে পরিষ্কার না করাই উচিত।

1. 14 inch Keyboard for Laptop & Notebook

এইগুলির ল্যাপটপের ডিফল্ট কিবোর্ড. আপনি যদি অরিজিনাল কিবোর্ড পরিবর্তন করতে চান, তাহলে এই গুলি আপনার জন্য প্রযোজ্য.

A Grade LAPTOP & Notebook KEYBOARD for All Brands- HP , Dell , Asus , Acer , Toshiba , Lenovo , Fujitsu , Samsung

  • 3 months warranty
laptop keyboard price in bd
laptop keyboard price in bd

2. 15 inch Keyboard for Laptop & Notebook

কোনো কারণবশত হয়তোবা আপনার ল্যাপটপের ডিফল্ট কিবোর্ড নষ্ট হয়ে গেছে, সে ক্ষেত্রে খুব সহজেই টেকনিশিয়ানদের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। আর আপনার ল্যাপটপের মডেল যদি নিচের এটি হয় তাহলে এখনি কিনে ফেলুন।

A Grade LAPTOP & Notebook KEYBOARD for All Brands- HP , Dell , Asus , Acer , Toshiba , Lenovo , Fujitsu , Smasung

  • 3 months warranty
laptop keyboard price in bd
laptop keyboard price in bd

3. Mechanical keyboard price in bd

মেকানিক্যাল কিবোর্ড যা ল্যাপটপের ক্ষেত্রে এক্সটার্নাল কিবোর্ড বলা হয়. আপনি যদি এই মেকানিক্যাল এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করেন, তাহলে সত্যিই অনেক ধরনের সুযোগ-সুবিধা পাবেন। গেম খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাংশন এই মেকানিক্যাল কি বোর্ডের মধ্যে বিদ্যমান রয়েছে।

laptop keyboard price in bd
laptop keyboard price in bd

4. Wireless keyboard price in bd

তারবিহীন যে কিবোর্ড দেখি সেগুলো কে মূলত ওয়ারলেস কিবোর্ড বলে. এই কিবোর্ডে ব্লুটুথ সিস্টেম আপনার ডিভাইসের সাথে সংযোগ করতে হয়. সত্যিই অত্যাধুনিক এবং হাই লেভেলের কিবোর্ড। এই কিবোর্ড ব্যবহার করলে অনেক ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এ ধরনের কিবোর্ড বেশিদিন লাস্টিং করেনা। তাই একটু উচ্চ – দামের কিবোর্ড ব্যবহার করার চেষ্টা করবেন।

laptop keyboard price in bd
laptop keyboard price in bd

5. Gaming keyboard price in bd

আমি যদি বাজারের সেরা মনিটর গুলো দেখতে চান, তাহলে নিচের লিংকটি আপনার জন্য। “Best monitor price in Bangladesh” ওই লিংকের মাধ্যমে আপনি বাংলাদেশের মার্কেটে সেরা মডেল গুলোর লিস্ট দেখতে পাবেন এবং কোন মনিটর কিভাবে ব্যবহার করবেন এন্ড কি উপকারিতা ইত্যাদি সব বিষয় সুস্পষ্ট ধারণা পাবেন ইনশাল্লাহ।

কোন ল্যাপটপ কীবোর্ড আপনার জন্য উপযোগী

বাজারে তিন ধরনের কীবোর্ড পাওয়া যায়।আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আপনার জন্য কোন ধরনের কীবোর্ড দরকার। এর মধ্যে থেকে আপনারটি বেছে নিতে হবে। আপনার জন্য পরামর্শ থাকবে যদি আপনি সাধারণ কাজের জন্য অথবা গেম খেলার জন্য নির্বাচন করতে চান তবে মেকানিকাল অথবা মেমব্রেন কীবোর্ড কিনতে পারেন। মেমব্রেন কীবোর্ড সস্তা এবং যদি বেশি টাইপিং করেন তাহলে মেকানিকাল কীবোর্ড ব্যবহার করলেই ভালো।

বাজারের সেরা পাঁচটি ল্যাপটপ কীবোর্ড

যদি আপনি কীবোর্ড কিনতে চান, তাহলে এই সকল কোম্পানির কীবোর্ড কিনতে পারেন। এদের ভালো product quality এর সাথে ওয়ারেন্টি ও পেয়ে যাবেন।যেমন: এইচপি, ডেল, লেনোভো, আসুস, এসার, ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ কিবোর্ড সবচেয়ে কম দামে কিনতে এখনি ভিজিট করুন আজকেরডিল অনলাইনে শপ.

ল্যাপটপ কীবোর্ড এর ব্যবহারের সুবিধা

কীবোর্ডের ধরণ সুবিধা
মেমব্রেন কীবোর্ড1.  তুলনামূলক এইগুলি সস্তা হয়।
মেকানিকাল কীবোর্ড2. এটি ব্যবহার করে সুন্দর টাইপিং অনুভূতি পাওয়া যায়।3. সুইচ টাইপ করার সঙ্গে সঙ্গে কম্পিউটারে রেসপন্স (reasponce) পাওয়া যায়।4. শক্ত সুইচ অথবা নরম সুইচ বিভিন্ন প্রকারের পাওয়া যায়। নিজের পছন্দ মত কিনতে পারবেন।5. মেমব্রেন কীবোর্ডের তুলনায় অনেক বেশি দিন টিকে।
লেজার কীবোর্ড6. পোর্টেবল (portable) তাই এখানে ওখানে সহজেই নিয়ে যাওয়া সম্ভব।

ল্যাপটপ কীবোর্ড ব্যবহারের অসুবিধা

কীবোর্ডের ধরণঅসুবিধা
মেমব্রেন কীবোর্ড1.  কীবোর্ডের সুইচ বেশি প্রেসার টেপার জন্য এটি2.  বেশি দিন টেকে না।
মেকানিকাল কীবোর্ড3.  এগুলির দাম বেশি হয় মেমব্রেন কীবোর্ডের তুলনায়।4.  কীবোর্ডে টাইপ করার সময় অনেক বেশি শব্দ হয় মেমব্রেন কীবোর্ডের তুলনায়।
লেজার কীবোর্ড5.   টাইপ করার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়।6.   অসমতল জায়গাতে টাইপ করা সম্ভব নয়।

ল্যাপটপ কীবোর্ড ক্রয় করার গাইডলাইন

আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কোন ধরনের পণ্য বিক্রি করা হয় না. আমরা শুধুমাত্র আপনাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টে স্পিসিফিকেশন এবং ভালো-খারাপ ইত্যাদি এই ওয়েবসাইটের মাধ্যমে উপস্থাপন করি.

এগুলো দেখে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আপনার। কোন প্রোডাক্টটি  আপনার জন্য উপযোগী এবং কোন প্রোডাক্টটি  জন্য উপযোগী নয়. আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। 

তবে একটি বিষয় সর্বক্ষণিক মাথায় রাখবেন, যে কোন পণ্য অনলাইন থেকে Buy করার আগে সেই ওয়েবসাইটের অথেন্টিকেশন এবং বিশ্বস্থতা জেনে-বুঝে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট buy করবেন. অবশ্যই প্রোডাক্ট এর গুনাবলী দেখে প্রোডাক্টটি ক্রয় করুন.

উপসংহার

error: Content is protected !!