ওয়েবসাইট কি – ওয়েবসাইট কাকে বলে

ওয়েবসাইট এর সংজ্ঞা (ওয়েবসাইট কি): যেকোনো কনটেন্টকে ইউজারদের কে দেখানোর জন্য ভার্চুয়ালি মাধ্যমে ডোমেন এবং হোস্টিং একত্রে স্থান তৈরি করা হয় সেটাকে মূলত ওয়েবসাইট বলা হয়.

ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং উদাহরণ:

আমরা সরজমিনে যে সমস্ত ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত, বিভিন্ন প্রকার সংস্থা, শিক্ষা সংস্থা এগুলো মূলত একেকটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের তাদের পরিচিতি তৈরি করার জন্য নির্দিষ্ট নাম এবং ঠিকানা থাকে সেই, ঠিকানা অথবা নামের মাধ্যমে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা চিনে থাকি।

উদাহরণস্বরূপ আপনাকে যদি বলা হয় আপনি কি আরএফএল কোম্পানি চেনেন? আপনি খুব সহজেই চিনে যাবেন। এটা আমরা সাধারণত ফিজিক্যালি দেখে থাকি।

তাই অনলাইনের মাধ্যমে বর্তমান সব তথ্যই পাওয়া যায়, এবং দৈনিন্দন কেনাকাটা থেকে শুরু করে প্রত্যেকটা চাহিদায় বর্তমান অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে। যেমন আপনি এখন গুগল থেকে সার্চ করে আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট সম্পর্কে পড়তেছেন। ঠিক তেমনি আপনার প্রত্যেকটা চাহিদা এমন একটা সময় আসবে ফিজিক্যালি কোন কিছুই করার প্রয়োজন হবে না, যেগুলো অনলাইনের মধ্যে সম্ভব অনলাইনের মাধ্যমে করবেন।

আর এই কার্যক্রম গুলো যেমন প্রতিষ্ঠানে গিয়ে করতে হয়, ঠিক তেমনি অনলাইনের মাধ্যমেও নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে থাকবে, সেই প্রতিষ্ঠানের ঢুকে আপনি সে কাজটি করতে পারবেন। আর সেগুলো মূলত একটা ওয়েবসাইট বলে।

আশা করি, ওয়েবসাইট কি? সে সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা এসেছে। আমরা পর্যায়ক্রমে আরো আলোচনা করব, সাথে থেকে ধৈর্য সহকারে পড়ুন অনেক কিছু জানতে পারবেন।

ওয়েবসাইট কিভাবে কাজ করে?

বর্তমান যুগে ওয়েবসাইট কিভাবে কাজ করে, এটা বুঝানো খুব সহজ. যেমনটা আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এক দেশ থেকে অন্য দেশে ভিডিও কলে কথা বলেন, যেটা বিগত 10 – ২০ বছর আগে আমাদের কাছে খুবই আশ্চর্য বিষয় ছিল, যা বিজ্ঞান এখন খুবই সহজ করে দিয়েছে।

ঠিক তেমনি ওয়েবসাইট কাজ করাটা খুব স্বাভাবিক। এই ওয়েবসাইটের পিছনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইন্সট্রাকশন অনুযায়ী খুব সূক্ষ্মভাবে পর্যায়ক্রমে আমাদের চাহিদাটা ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা যায়। এটা সমস্ত ভূমিকা প্রোগ্রামিং ছাড়া কখনই কোনভাবে একটা ওয়েবসাইট পরিপূর্ণ করা সম্ভব না.

ওয়েবসাইট কিভাবে তৈরি হয়?

ওয়েবসাইট নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমে তৈরি করতে হয়. যেমন: (PHP , জাভা , পাইথন ), (HTML এবং CSS তবে এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটাই মার্কআপ ল্যাংগুয়েজ) তবে হ্যাঁ এই ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন আছে সেই কনটেন্টগুলো কে সুন্দরভাবে মেনটেনেন্স করার জন্য ডাটাবেজ প্রয়োজন হয়.

সেই ডাটাবেজ ওয়েবসাইট এর ভিতরে প্রত্যেকটি কনটেন্ট নির্দিষ্ট করে সাজানো থাকে। আর আমরা যখন ওয়েবসাইটে গিয়ে সার্চ করি সে ডাটাবেজের সাজানো তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করে.

ওয়েবসাইট পরিপূর্ণভাবে তৈরি করতে হলে অবশ্যই ডোমেইন ও হোস্টিং এর প্রয়োজন হয়. ডোমেইন-হোষ্টিং ছাড়া কখনও একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করা সম্ভব না. আর ডোমেইন-হোষ্টিং কি এই সম্পর্কে জানতে হলে নিচের বাটনে ক্লিক করুন। ডোমেইন-হোষ্টিং কি এবং এর কাজ.

ওয়েবসাইট কি
ওয়েবসাইট কি

ওয়েবসাইট করা কি খুব কঠিন

ওয়েবসাইট করা খুবই কঠিন কাজ নয়, তবে সবার ক্ষেত্রে এটা সম্ভব না. উদাহরণস্বরূপ আমরা ব্যবসা-বাণিজ্যের কথা বলতে পারি: আপনি যদি একটি ব্যবসা শুরু করেন তাহলে অবশ্যই সব ব্যবসা সবার দ্বারা সম্ভব না এটা আপনার বিশ্বাস করা উচিত।

যেমন আপনি চাইলে হঠাৎ করে একটি গ্যারেজ অথবা দর্জির ব্যবসা শুরু করতে পারেন না. কারণ এগুলো করতে অবশ্যই আপনার দক্ষতার প্রয়োজন হবে. তেমনি আবার আপনি চাইলে একটি চায়ের দোকান খুব সহজে তৈরি করতে পারেন।

ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রেও বিষয়টি এরকম, সব ওয়েবসাইট তৈরি করা একই রকম না. কিছু ভিন্নতা আছে. যেমন হাই কোয়ালিটির ওয়েবসাইট তৈরি করতে আপনার প্রোগ্রামিং সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে.

তবে আপনি যদি খুব সহজেই ওয়েব সাইট তৈরী করতে চান সে ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করলেই ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ ভিডিও পেয়ে যাবেন। সেগুলো দেখে আপনি খুব সহজেই সাধারণ মানুষ হিসেবেই ওয়েবসাইট তৈরি করতে পারো সক্ষম হবেন। Rubel Hossain99.

ওয়েবসাইট কত প্রকার

ওয়েবসাইট মূলত দুই প্রকার স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইট

স্ট্যাটিক ওয়েবসাইট: স্ট্যাটিক ওয়েবসাইট মূলত অপরিবর্তনশীল। ওয়েবসাইটের ভেতরের কনটেন্ট গুলো অথবা যে প্রোগ্রামিং কোডিং ব্যবহার করে ওয়েব সাইট তৈরি করা হয়, সেগুলো সহজে পরিবর্তন করা সম্ভব না. আপনি যদি কোন টেক্সট অথবা তথ্য পরিবর্তন করতে যান তাহলে সেই স্ট্যাটিক টেমপ্লেটের কোডিং সম্পর্কে ধারণা নিয়ে তারপর পরিবর্তন করতে হবে, তা ছাড়া কোনভাবেই স্ট্যাটিক টেমপ্লেটের ইনফরমেশন পরিবর্তন করা সম্ভব।

ডায়নামিক ওয়েবসাইট: ডাইনামিক ওয়েবসাইট হল চলমান, যা পরিবর্তনশীল। আপনি চাইলে ডাইনামিক ওয়েবসাইটের তথ্য যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট এর উল্টোটা। এই ডাইনামিক ওয়েবসাইটের সমস্ত তথ্য কোডিং এর অভিজ্ঞতা ছাড়াই খুব সহজেই পরিবর্তন করা যাই. উদাহরণস্বরূপ: ফেসবুকে পোস্ট করার মত.

ওয়েবসাইট তৈরি করার খরচ

বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরি করতে বেশি খরচ এর প্রয়োজন হয় না. কারণ এখন আমাদের দেশের মধ্যেই ডোমেইন হোস্টিং এবং ডেভেলপার খুব সহজেই পাওয়া যায়।

এই কারনেই ওয়েবসাইট খরচ খুব কম হয়ে গেছে। তার পরেও স্বাভাবিক একটি আইডি আমি দিব, আপনি যদি শুধুমাত্র ডোমেইন-হোষ্টিং ক্রয় করেন তাহলে দুই থেকে তিন হাজারের মধ্যে কিনতে পারবেন।

তবে ডোমেইন এন্ড হোস্টিং এর দাম স্থায়িত্ব না, এটা পরিবর্তনশীল। যেকোনো সময় দাম পরিবর্তন হতে পারে। তারপর আপনি যদি নিজেই সাইট ডিজাইন অথর ডেভলপ করতে পারেন, সে ক্ষেত্রে আর কোন খরচ হবে না.

আপনি নিজেই সবকিছু করতে পারবেন তবে আপনি যদি নিজে না করতে চান সে ক্ষেত্রে ডেভলপারের শরণাপন্ন হতে হবে. সব ডেভলপারের খরচ একই না, ভিন্ন ভিন্ন ডেভলপার ভিন্ন ভিন্ন প্রাইস এর কাজ করে থাকে। এজন্য তাদের সাথে কথা বললে আপনি খুব সহজেই ধারণা নিতে পারবেন। তারপরেও 5 থেকে 10 এর ভিতরে স্বাভাবিক একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব। Website Develop service Cost.

উপসংহার

এই সম্পন্ন তথ্য আমি MD: রুবেল হোসাইন লিখেছি। এগুলা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে লিখেছি। আমি বিগত পাঁচ বছর ধরে অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে সাথে SEO নিয়েও কাজ করি. যদি কোন ভুল তথ্য দিয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে বাস্তব কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম, যদি ভালো লাগে আপনার মতামত আমাকে জানাবেন পরবর্তী এ ধরনের অভিজ্ঞতা আরও শেয়ার করবো ইনশা-আল্লাহ।

error: Content is protected !!