ডোমেইন কি এবং ডোমেইন এর কাজ কি – হোস্টিং কি

ডোমেইন কি -হোস্টিং কি এই সম্পর্কে সঠিক এবং সহজ ধারণা দেয়ার আগে সর্বপ্রথম আপনাকে ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট কাকে বলে? এ বিষয়টি ভালোভাবে বুঝতে হবে. আপনি যদি ওয়েবসাইট সম্পর্কে ধারনা থাকে তাহলে Domain এন্ড হোস্টিং বিষয়টি বুঝতে খুবই সহজ হবে. আর যদি ধারণা না থাকে, তাহলে নিচের ব্লকটি দেখুন।

ওয়েবসাইট কি: ওয়েবসাইট মূলত এক ধরনের ভার্চুয়াল ঠিকানা। সাধারণত আমরা যখন কোন কোম্পানি অথবা প্রতিষ্ঠানের তথ্য জানতে চাই, সেটা ঘরে বসে ফোনের মাধ্যমে খুব সহজেই গুগল থেকে সার্চ করে বের করে দেখতে পারি, আর সেই তথ্যগুলো মূলত ওয়েবসাইটের মধ্যে জমা থাকে যার ফলে আমরা দেখতে পাই. এরকম যেকোন তথ্য হতে পারে যা ওয়েবসাইটের মধ্যে জমা থাকে আমরা যে কোন ব্রাউজার ব্যবহার করে সেই তথ্যগুলো সংগ্রহ করি অথবা দেখি। তাই ওয়েবসাইটকে এক ধরনের তথ্য ভাণ্ডার অথবা ভার্চুয়াল স্থান বলা যায়।

ডোমেইন কি
ডোমেইন কি

ডোমেইন কি

ডোমেইন নেম মূলত একটি ভার্চুয়াল ওয়েবসাইটের ঠিকানা। যেটা লিখে সেই নির্দিষ্ট ওয়েব সাইটে প্রবেশ করে তথ্য সংগ্রহ করা যায়। এই ডোমেইন নেম পৃথিবীতে এক নামে একটাই হয়ে থাকে। এক নামে একাধিক ডোমেইন কখোনো হয় না. তাই প্রত্যেকটা ডোমেইন নামে আভ্যন্তরীণ আইপি অ্যাড্রেস থাকে, যে আইপি অ্যাড্রেস এর ওয়েবসাইটে ভিজিট কৃত ব্যবহারকারীরা সঠিক পথে ঢুকতে পারে।

ডোমেইন এর কাজ কি

পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট এর ভেতর থেকে আপনার কাংখিত ওয়েবসাইটকে চিহ্নিত করার জন্য এই ডোমেইন এড্রেস ভূমিকা পালন করে. আমি যদি একটু উদাহরণ দিই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন: আপনি যখন কোন স্থানে জান সেইখানে নির্দিষ্ট একটি স্থানের নাম থাকে, সে নামের ঠিকানা ধরে প্রবেশ করেন। ঠিক তেমনি অনলাইন জগতে মূলত একই ধরনের ভূমিকা পালন করে.

ডোমেইন কি

হোস্টিং কি

হোস্টিং মূলত এক ধরনের মেমোরি, যেখানে ওয়েবসাইটের সমস্ত তথ্য জমা থাকে। উদাহরণস্বরূপ: আমরা যখন ফোন ব্যবহার করি সেই ফোনের মধ্যে আমাদের পিকচার, অডিও, ভিডিও রাখার জন্য মেমোরি কার্ড ব্যবহার করি ঠিক তেমনি ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে রাখার জন্য আমরা হোস্টিং ব্যবহার করি.

এই হোস্টিং অনলাইন থেকে ক্রয় করে নিতে হয় আর এই হোস্টিং এর সাথে কানেক্ট করে একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করা হয় হোস্টিং ছাড়া কখনোই ওয়েবসাইট তৈরি করা সম্ভব না ঠিক তেমনি কখনো ওয়েবসাইট তৈরি করা সম্ভব না.

ডোমেইন এবং হোস্টিং

পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করার জন্য, অবশ্যই ডোমেইন ও হোস্টিং এর প্রয়োজন। ডোমেইন-হোষ্টিং ছাড়া ওয়েবসাইটের পরিপূর্ণতা হবে না. তাই ডোমেইন ও হোস্টিং কিভাবে সেট-আপ করতে হয় এবং ডোমেইন ও হোস্টিং কিভাবে ক্রয় করতে হয়, এ সমস্ত বিষয় আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে. আশাকরি ভিডিও দেখলে আপনি নিজেই একটি ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারবেন।

YOUTUBE VIDEO: Rubel hossain99

ডোমেইন-হোষ্টিং ছাড়া কি ওয়েবসাইট তৈরি করা সম্ভব?

ডোমেইন-হোষ্টিং ব্যতীত ওয়েবসাইট তৈরী করা কখনও সম্ভব না. তবে অনলাইনে বিভিন্ন প্রকার ওয়েবসাইট আছে তারা আপনাকে ফ্রিতে ডোমেইন এন্ড হোস্টিং Provide করবে, সেই মাধ্যমে সাময়িক সময়ের জন্য ওয়েবসাইট তৈরি করা যায়।

তবে ডোমেইন-হোষ্টিং ব্যতীত ওয়েবসাইট লং-টাইম অনলাইনে রাখা সম্ভব না. SO আপনি চাইলে নরমালে html-static টেমপ্লেটকে গুগোল ড্রাইভ এর মধ্যে রাখতে পারেন (সে ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে যেগুলা সাধারণ ব্যবহারকারী ক্ষেত্রে মেইনটেনেন্স করা খুবই কঠিন)। রেখে বিভিন্ন জায়গায় সাময়িক সময়ের জন্য প্রেজেন্ট করতে পারেন তবে সেটা বিজনেস অথবা অরগানাইজেশন ক্ষেত্রে করাটা কখনোই উচিত হবে না

আমি কি নিজে নিজে ওয়েবসাইট তৈরি করতে পারব?

অবশ্যই করতে পারবেন। তবে নূন্যতম কিছু যোগ্যতা থাকতে হবে, তা ছাড়া কখনই পরিপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন না. সেই দক্ষতা অর্জন করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন। সেখানে অনেক ধরনের নির্দেশনা মূলক ভিডিও পাওয়ার, যেগুলো দেখে আপনি ওয়ার্ডপ্রেস CMS দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ওয়েবসাইট তৈরিতে কত টাকা খরচ হতে পারে?

ওয়েবসাইটের খরচটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর কারণ এক এক ধরনের মার্কেটপ্লেসে খরচ ভিন্ন ভিন্ন। তাই যখন আপনি ডোমেইন ক্রয় করবেন তখন অবশ্যই এক্সটেনশন ওপর নির্ভর করবে। সেই ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি যদি নিজেই ডেভলপার হয়ে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র ডোমেইন-হোস্টিং এর খরচ হইলেই ওয়েবসাইট তৈরি করা সম্ভব, তবে যদি আপনি নিজেই কিছু না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ডেভেলপারের শরণাপন্ন হতে হবে এবং এক্সট্রা খরচ হবে ওয়েবসাইট তৈরি করার জন্য।

ডোমেন এক্সটেনশন কি?

ডোমেন এক্সটেনশন টা মূলত একটা ডোনাইনের পরিচিতি। যেমন আপনি যদি অর্গানাইজেশন রিলেটেড কমেন্ট ওয়েবসাইট তৈরি করলে তাহলে (.org) আবার আপনি সরকারি ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে (.gov) আর যদি আপনি কোন ইন্টার্নেশনাল ওয়েবসাইট তৈরি করতে চান সে ক্ষেত্রে (.com) Name ভালো হয়. এই ধরনের। .com, .net, .org ইত্যাদি এক্সটেনশন পাবেন। আবার বিভিন্ন প্রকার দেশ অনুযায়ী ডোমেইন পাবেন।

  1. .COM (“commerce”)
  2. .DE (Germany)
  3. .NET (originally “network” but most businesses secure this along with their .com)
  4. .CN (China)
  5. .UK (United Kingdom)
  6. .ORG (originally “organization” but most businesses secure this along with their .com)
  7. .INFO (originally “information” but most businesses secure this along with their .com)
  8. .NL (Netherlands)
  9. .EU (European Union)
  10. .RU (Russia)

আপনি যদি একটি ডোমেইন হোস্টিং দিয়ে পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করা শিখিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই ইন্টার্নেশনাল বিভিন্ন প্রকার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করতে পারবেন। যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে কোন ধারণা না থাকে, তাহলে নিচের বাটনে ক্লিক করে দেখুন।

error: Content is protected !!