মোবাইল ঘড়ি কি এবং কেন ব্যবহার করবেন?

বিভিন্ন আবিষ্কারকে দিন দিন প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে এবং সময়ের পরিক্রমায় তৃতীয় বিশ্বের প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে পৃথিবীখ্যাত কোম্পানীগুলো বাজারে ছেড়েছে নতুন নতুন মডেলের মোবাইল ঘড়ি। ইনশাআল্লাহ আপনি এই ব্লগের মধ্যে জানতে পারবেন মোবাইল ঘড়ি Price in Bangladesh সম্পর্কে.

এই ঘড়ি এখন শুধু সময় চেনার যন্ত্রই না, বরং একটা স্মার্ট ফোন যা যা করতে পারে, সেই একই কাজ মুহূর্তের মধ্যে আপনি আপনার মোবাইল ঘড়ির সাহায্যে সেরে নিতে পারছেন। কোম্পানীগুলো ক্রেতাদের চাহিদাকেই বৃদ্ধি করেনি, করেছে দেশীয় স্মার্ট ঘড়ির বাজারকে আরও বেশি প্রতিযোগিতামূলক। 

অনেক দিন থেকেই হাত ঘড়ির ব্যবহার কমে গেছে। তবে আধুনিক যুগে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে মোবাইল ঘড়ি? আর এই ঘড়ি সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। বিশেষ করে কোথায় পাওয়া যাবে, দাম কত? কোন দেশের তৈরি, কোন ব্র্যান্ড, ওয়াটার প্রুফ কিনা। আধুনিক প্রযুক্তির এ সকল এন্ড্রয়েড মোবাইল ঘড়ি কিভাবে সংগ্রহ করবে।

ঘড়ি সাধারণত সময় জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে বর্তমান আধুনিক প্রযুক্তির এ সকল ঘড়ি আপনি নানা ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে এটি দিয়ে আপনি মোবাইলের কাজও চালিয়ে নিতে পারবেন।

মোবাইল ঘড়ি ব্যবহারের সুবিধা

এক সময়ে হাত ঘড়ির যতটা না প্রয়োজন ছিল, বর্তমানে মোবাইল ঘড়ি তার চেয়েও বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মূলত স্মার্ট ফোনের যুগে প্রবেশ করাতে স্মার্ট ঘড়ির গুরুত্ব আরো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কারণ সময় দেখার পাশাপাশি স্মার্টফোনের প্রায় সকল ফিচারই এখন পাওয়া যাচ্ছে এই ডিভাইসে।

কোন সুবিধা নেই এতে? কল করা থেকে শুরু করে হাল ফ্যাশনের অন্যতম প্রধান এই অনুষঙ্গ আজ মানুষের হাতে হাতে। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার মানুষের জীবনকে করে তুলেছে সহজ থেকে সহজতর।

সাধরণত ডিজিটাল ঘড়ির চেয়ে অনেক বেশি ফিচার থাকে এই ঘড়িতে।এই ঘড়িতে এনড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করার কারণে নানা ধরনের এপস ব্যবহার করা যায়।তবে ঘড়ির মডেল ভেদে এর সুবিধার ভিন্নতা দেখা যায়। সাধারণত এর সাহায্যে আমরা নিচের সুবিধাগুলো পেতে পারি।

  • আপনার স্মার্টফোনটি হারিয়ে গেলে স্মার্টওয়াচ সেটি খুজে দিতে পারবে
  • সময়মতো জরুরি নোটিফিকেশন পাওয়া যাবে
  • ম্যাপ দেখে অচেনা জায়গায় পথ চলা যাবে
  • কল রিসিভ বা, মেসেজ রিপ্লাই দেয়া যাবে
  • রক্তচাপ, হার্টবিট, কি পরিমাণ দৌড়ালেন- এগুলো মাপা যাবে
  • স্মার্টওয়াচের স্ক্রিনকে কাটাওয়ালা ঘড়ির মতো করে নেওয়া যাবে
  • ঘড়ি থেকে গানও শোনা যাবে
এছাড়া আরো নানারকম সুবিধা এই ধরণের ঘড়িতে পাওয়া যাবে, তাই বাংলাদেশেও দিন দিন এই ঘড়ির জনপ্রিয়তা বেড়েই চলেছে।
মোবাইল ঘড়ি Price in Bangladesh
মোবাইল ঘড়ি Price in Bangladesh

মোবাইল ঘড়ির ব্যাটারির গুরুত্বপূর্ণ তা

আপনাদের জানিয়ে রাখা দরকার, মোবাইল ঘড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তা অবশ্যই রিচার্জেবল ব্যাটারি। সুতরাং এই রিচার্জেবল ব্যাটারিই মোবাইল ঘড়ির সবচেয়ে প্রয়োজনীয় ডিভাইস।

সকল মোবাইল ঘড়িতেই থাকে রিচার্জেবল ব্যাটারি যা খুব সহজেই এবং যে কোন অবস্থায় যে কোন জায়গায় চার্জ করিয়ে নেয়া যায়।আর এই ব্যাটারিগুলো অধিক দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মোবাইল ঘড়ি Price in Bangladesh.

Top 5 Best মোবাইল ঘড়ি Price in Bangladesh List


1. Realme Watch S Global version

2.জেবলেস হাইব্রিড ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি

3. স্মার্ট ওয়াচ 116 Plus – মোবাইল ঘড়ি দাম

4. V8 স্মার্ট ওয়াচ Smart Watche

5. স্মার্ট ব্যান্ড – Fitness Tracker

আমরা যে পাঁচটি মোবাইল ঘড়ি লিস্ট করেছি এগুলো ছাড়া হয়তোবা বাজারে আরো নতুন ঘড়ি আসতে পারে। তাই মোবাইল ঘড়ি কেনার আগে অবশ্যই মার্কেটে আরো রিচার্জ করবেন। আশা করি, আরো ভালো তথ্য জানতে পারবেন। তবে সর্বশেষ আমি মনে করি, এই ঘড়িগুলো আপনার জন্য বাজারে সেরা ঘড়ি হবে ইনশাল্লাহ।

1. Realme Watch S Global version

এই ঘড়িটি ওয়াটার রেসিস্ট্যান্ট। কোম্পানি ঘড়িটির বিক্রয়োত্তর ওয়ারেন্টি দিচ্ছে না। Realme Watch S Global version

Key Features

  • Model: Realme Watch S
  • 1.3″ Auto Brightness Touchscreen
  • 16 Sport Modes
  • IP68 Water Resistant
  • Heart Rate Monitoring
মোবাইল ঘড়ি Price in Bangladesh
মোবাইল ঘড়ি Price in Bangladesh

2. জেবলেস হাইব্রিড ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি

ঘড়িটির বিক্রয়োত্তর 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে। ঘড়িটির ব্যাটারির চার্জ ৭ দিন পর্যন্ত স্থায়ী হয়। এই ঘড়িটি ব্লুটুথ সাপোর্ট সুবিধা রয়েছে।

মোবাইল ঘড়ি Price in Bangladesh
মোবাইল ঘড়ি Price in Bangladesh

Key Features

  • ৩ মাসের সার্ভিস ওয়ারেন্টি
  • ব্লুটুথ সাপোর্টেড
  • ৭ দিন চার্জ থাকে

3. স্মার্ট ওয়াচ 116 Plus – মোবাইল ঘড়ি দাম

স্মার্ট ওয়াচ 116 Plus মডেলের ঘড়ি টি দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি ব্যবহার করে মজা পাবেন। সত্যি এই স্মার্ট ওয়াচ প্রিমিয়াম কোয়ালিটি Design. আপনি মোবাইল ফোনের সব ফাংশন পেয়ে যাবেন এবং সিম ব্যবহার করতে পারবেন।

মোবাইল ঘড়ি Price in Bangladesh
মোবাইল ঘড়ি Price in Bangladesh

Key Features

  • Resolution: 240*240 pixels.
  • Battery Capacity: 150mAh.
  • Standby Time: About 7 days.
  • Using time: About 5 days.
  • Charging Time: About 2 hours.
  • Charging Type: Magnetic charging

4. V8 স্মার্ট ওয়াচ Smart Watche

তুলনামূলক এই মোবাইল ঘড়ি টির দাম খুবই কম. কারণ এই মোবাইল ঘড়ির মধ্যে একাধিক এন্ড্রয়েড ফোনের ফাংশন সংযুক্ত রয়েছে। যা সত্যিই খুব অসাধারণ। এই ঘড়িটি দেখতে প্রেমিয়াম কোয়ালিটি।

মোবাইল ঘড়ি Price in Bangladesh
মোবাইল ঘড়ি Price in Bangladesh

Key Features

  • Weight: 1.76oz / 50g
  • Dimensions: (9.65 x 1.57 x 0.49)” / (24.5 x 4 x 1.25) cm 
  • LCD: 1.22′′ inch TFT High Definition LCD 
  • Screen: OGS Capacitive Touch Screen 
  • Bluetooth: Ver 3.0
  • CPU: MTK6261D
  • Resolution: 240 x 240 pixel 
  • Frequency: 360MHz 
  • Camera of smart watch: 1.3M 
  • Battery of smartwatch: 380mAh 
  • Polymer Battery Bluetooth Connection Standby 
  • Capacity: 128M+64M; Support 32 GB Max.

5. স্মার্ট ব্যান্ড – Fitness Tracker

এই মোবাইল ঘড়ি ব্যবহারের মাধ্যমে আপনার শরীরের ফিটনেস চেক করতে পারবেন এবং প্রতিনিয়ত দোলনের জন্যে এবং ব্যায়ামের জন্য যে লিমিটেশন তা এই ঘড়ি মাধ্যমে খুব সহজেই নির্ণয় করতে পারবেন। ওভারঅল এই ঘড়ি প্রত্যেকটি ফিচার খুবই অসাধারণ।

মোবাইল ঘড়ি Price in Bangladesh
মোবাইল ঘড়ি Price in Bangladesh

Key Features

  • Bluetooth Version: BT 4.0 or above. 
  • Compatible: IOS Android 4.4 or above, iOS 8.0 or above. 
  • Operating Mode: Single touch.
  • APP Name: Lefun Device.
  • Heart Rate Monitor: Support.
  • Blood Pressure Monitor: Support.
  • Blood Oxygen Monitor: Support.
  • Sleep Monitor: Support.

ইত্যাদি মোবাইল ঘড়ি আপনাদেরকে দেখানো চেষ্টা করেছি। আশা করি, আপনি আপনার কাঙ্খিত বাজেটের মধ্যে কাঙ্খিত ঘড়িটি পেয়ে যাবেন এবং ঘড়ি কেনার সময় অবশ্যই এই ওয়েবসাইট এর যাবতীয় ইনফরমেশন জেনে ঘড়িটি ক্রয় করবেন।

মোবাইল ঘড়ি বিভিন্ন ধরনের কালার

এই ঘড়িগুলো বিভিন্ন ধরনের রঙের হয়ে থাকে। আপনার পছন্দের রঙটি বেছে নিয়ে সুবিধাগুলো উপভোগ করতে পারেন। বাজারে দুই ধরনের মোবাইল ঘড়ি পাওয়া যায়।এর মধ্যে সিমলেস এবং সিমসাপোর্ট এই দুই ধরনের মোবাইল ঘড়ি পাওয়া যায়।

মোবাইল ঘড়ির সেরা ব্র্যান্ড / Company

এখন সহজেই অনলাইন থেকে আপনার পছন্দের ব্র্যান্ডের দারুন সব মোবাইল ঘড়ি ক্রয় করতে পারবেন। এর জন্য আপনাদের দারাজ বাংলাদেশ থেকে সংগ্রহ করা যাবে।কারণ বিশ্বস্ত সেবা, সমৃদ্ধ কালেকশন থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের ঘড়িটি।

এখানে অনেক নামী-দামী কোম্পানির ঘড়ি রয়েছে। বর্তমান যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিখ্যাত সব কোম্পানীগুলো মোবাইল ফোনের জনপ্রিয়তা দেখে আরও উন্নত করে কম দামের ভিতরে বাজারে ছাড়ছে। এ সকল কোম্পানীগুলোর মধ্যে যে কোম্পানীগুলো এগিয়ে আছে তাদের মধ্যে কয়েকটি হলো-

  • অ্যাপেল
  • শাওমি
  • আসুস
  • মটোরোলা
  • সনি ইত্যাদি।

ফ্যাশান জগতে ক্রেতাদের হাতের নাগালে এ সকল মোবাইল ফোন পৌঁছে দিতে এখন দারাজ বহুল পরিচিত ও জনপ্রিয়। দেশের বিখ্যাত ওয়াচেস ওয়ার্ল্ডের নানা নামি ব্র্যান্ডের ঘড়ির ডিজাইনসহ বিভিন্ন ধরণের ব্র্যান্ডেড ক্যাসিও, রোলেক্স, ফসিল, ফাস্টট্র্যাক, কারেনসহ মোবাইল হাত ঘড়ি সম্পর্কে জেনে নিন।

অ্যাপল স্মার্টওয়াচ

আমেরিকান কোম্পানীর উন্নত প্রযুক্তির মোবাইল ঘড়ি বাজারজাতকরণ করে। এই কোম্পানীর জনপ্রিয়তা বেশি, ফলে পৃথিবীব্যাপী অ্যাপল মোবাইল ফোন লক্ষ লক্ষ ব্যবহারকারীদের কাছে বিপুল জনপ্রিয়। বাংলাদেশের গ্রাহকদের কাছেও এই জনপ্রিয়তা ব্যাতিক্রম নয়। মোবাইল ঘড়ি Price in Bangladesh.

মটোরোলা স্মার্টওয়াচ

মোবাইল ফোন নির্মাতা কোম্পানী মটোরোলা সর্বপ্রথম ওয়াই-ফাই প্রযুক্তির উপর ভিত্তি করে পুরুষ এবং মহিলাদের জন্য আকর্ষণীয় সব ডিজাইনের মোবাইল ফোন বাজারে ছেড়েছে। বিশ্বব্যাপী এই কোম্পানীর মোবাইল ফোনগুলো তার নিজস্ব ফিচার ও ফাংশনের জন্য স্বাতন্ত্র্য বজায় রাখতে সক্ষম হয়েছে।।

আসুস স্মার্টওয়াচ

ইলেকট্রিক জগতে তাইওয়ান ভিত্তিক একটি জনপ্রিয় প্রতিষ্ঠান আসুস (Asus) বিশ্বব্যাপী নতুন প্রজন্মের জন্য অতি প্রয়োজনীয় আসুস মোবাইল ফোন বা স্মার্টওয়াচ নির্মাণ করছে। এটি ভালো মানের মোবাইল ফোনের একটি। আপনি এটি ক্রয় করতে পারেন।

সনি স্মার্টওয়াচ

টোকিওভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের নিজেদের পেটেন্ট করা ই-পেপার প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন মোবাইল ফোন তৈরি করছে। এদের তৈরি মোবাইল ফোন পুরো স্ক্রিন ডিসপ্লে হিসেবে কাজ করবে।

মোবাইল ঘড়ি ক্রয়ের পরামর্শ

আপনাকে দুই ধরনের মোবাইল ফোনের মধ্যে অবশ্যই সিম সাপোর্টেড মোবাইল ফোনটি কেনা উচিৎ। কারণ বাজারে এর চাহিদা রয়েছে। এগুলো আপনি একটি স্মার্ট ফোনের মতো করেই ব্যবহার করতে পারবেন।

এগুলোতে একই সঙ্গে দুইটি সিম ব্যবহার করতে পারবেন। এর বিশেষ সুবিধাগুলো হলো: এর সাহায্যে কথা বলা যায়, মেসেজ পাঠানো যায়, ছবি তোলা যায়, ভিডিও করা যায়, গান শোনা যায়। তাছাড়া বিভিন্ন ব্রাউচার যেমন টুইটার, ফেসবুক ব্যবহার করা যায়। এছাড়া আপনি এতে ব্লুপটুথও ব্যবহার করতে পারবেন।

সুতরাং আপনি নিঃসন্দেহে এই সিম সাপোর্টেড স্মার্ট বো মোবাইল ফোনটি ক্রয় করতে পারেন।আর এটি ক্রয় করতে দারাজ বাংলাদেশ আপনাকে অনেক সুবিধা দিচ্ছে। এছাড়া ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ির আকাশচুম্বী দাম, যা আমাদের মত মধ্যবিত্ত দেশগুলোর লোকের কাছে স্বপ্নের মতো।

ওয়াটার গ্রুপ মোবাইল ঘড়ি কেনার জন্য নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন যাচাই-বাছাই করে ওয়াটারপ্রুফ মোবাইল কিনুন।

উপসংহার

আজকেরডিল ডট কেমের ওয়েভসাইট ছাড়াও এর অ্যাপস-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন। আর এটি করতে আপনাকে অবশ্যই গুগল প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে বাংলাদেশের যে কোন প্রান্তে বসে আপনি অনলাইন শপিং করতে পারেন। দেরি না করে এখনই ভিজিট করে আপনার পছন্দের মোবাইল ফোনটি ক্রয় করুন।

error: Content is protected !!